Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

জনগণের জানমাল রক্ষায় বিজিবির বলিষ্ঠ ভূমিকা রয়েছে : প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪০, ২০ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জনগণের জানমাল রক্ষায় বিজিবির বলিষ্ঠ ভূমিকা রয়েছে : প্রধানমন্ত্রী

ফাইল ছবি

ঢাকা : জনগণের জানমাল রক্ষায় বিজিবির বলিষ্ঠ ভূমিকা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের জানমাল রক্ষায় বিজিবি কাজ করছে।

বাংলাদেশের মানুষ যখন স্বপ্ন দেখতে শুরু করেন- ঠিক তখনই দেশ বিরোধীরা, রাজাকার-আলবদর, পাকিস্তানি দোসররা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। আর তখনই বিজিবি বলিষ্ঠ ভূমিকা রাখে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে ২০ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পিলখানায় বিজিবির অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে বিজিবির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তিনি আশা প্রকাশ করেন, বিজিবি তাদের নিজস্ব শৃঙ্খলা মেনে দেশের জন্য কাজ করবে।

এর আগে সকাল ১০টায় বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে প্রধানমন্ত্রী বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কর্মকর্তা ও সদস্যদের পদক প্রদান করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer