Bahumatrik Logo
২৬ অগ্রাহায়ণ ১৪২৩, শনিবার ১০ ডিসেম্বর ২০১৬, ৮:৩৬ অপরাহ্ণ

জঙ্গি নির্মূল নয়, উদ্দেশ্য বিরোধী দল দমন: খালেদা


১৬ জুন ২০১৬ বৃহস্পতিবার, ০৯:৩৭  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


জঙ্গি নির্মূল নয়, উদ্দেশ্য বিরোধী দল দমন: খালেদা

ঢাকা : সন্ত্রাসবিরোধী অভিযানের নামে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একইসাথে সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগও আনেন তিনি।  

বৃহস্পতিবার এলডিপির ইফতারে খালেদা জিয়া এ সব অভিযোগ করেন। 

খালেদা বলেন, এক সপ্তাহের অভিযানে ১২ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গি নির্মূল নয়, সরকারের উদ্দেশ্য বিরোধী দল দমন।

বিএনপি চেয়ারপারসন বলেন, সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী। তারা অন্যের নামে রাষ্ট্রদ্রোহের বিচার দিয়ে বেড়ায় কিন্তু এই সরকারই হলো রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রের বিরুদ্ধে ওরা গোপনে অনেক কিছু করছে, যেটা জনগণ জানে না এবং যেটা দেশের স্বার্থের পরিপন্থী।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।