Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ছাত্রলীগের সশস্ত্র মহড়ার ছবি তোলায় সাংবাদিকের উপর হামলা

কিশোরগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: ১৫:১৭, ১৬ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০১:২১, ১৭ ডিসেম্বর ২০১৭

প্রিন্ট:

ছাত্রলীগের সশস্ত্র মহড়ার ছবি তোলায় সাংবাদিকের উপর হামলা

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ : বিজয় দিবসের শোভাযাত্রায় ছাত্রলীগের সশস্ত্র মহড়ার ছবি তুলতে গিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে হামলার শিকার হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার সুলতান মাহমুদ কনিক ও ক্যামেরাপার্সন আলম ফয়সাল। শনিবার সকাল ৯টার দিকে হোসেনপুর উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

এসময় ছাত্রলীগের কর্মীরা তাদের ক্যামেরা ভাঙচুর করে আটকে রাখে। খবর পেয়ে স্থানীয় নেতাদের সহায়তায় আধা ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়। কিন্তু নেতারা ক্যামেরা ফেরত দেয়া হলেও মেমোরি কার্ড ফেরত দেয়নি।

জানা গেছে, দলীয় কোন্দলের জের ধরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয় উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন অপু ও সাধারণ সম্পাদক নাজমুল সাকিবের সমর্থকরা।

এসময় পাশের একটি বহুতল ভবনের ছাদ থেকে সেই ছবি ধারণ করতে গেলে ছাদে উঠে হামলা চালায় তারা। ঘটনার পর হোসেনপুর থানায় অভিযোগ করা হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer