Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

চেইনস্মোকারের কনসার্টের বিজয়ীদের ব্যাংকক যাওয়ার সুযোগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৩:২৬, ১৮ আগস্ট ২০১৭

আপডেট: ২৩:০১, ৭ সেপ্টেম্বর ২০১৭

প্রিন্ট:

চেইনস্মোকারের কনসার্টের বিজয়ীদের ব্যাংকক যাওয়ার সুযোগ

ঢাকা : এয়ারটেল ও রবি ইয়ন্ডার মিউজিক তাদের নতুন ক্যাম্পেইন ইয়ন্ডার ফ্লাইওয়ে কনটেস্টের ঘোষণা দিয়েছে। ব্যাংককের বাই টেক এরিনাতে অনুষ্ঠিত ১৫ সেপ্টেম্বরে চেইন্সমোকারের কনসার্টে ৬ জন ভাগ্যবান বিজয়ী কনসার্টে যাওয়ার সুযোগ পাবেন। এই ক্যাম্পেইন ২৮ অগাস্ট পর্যন্ত চলবে।

চেইনস্মোকারের রয়েছেন ২ জন আমেরিকান ডিজে যারা ইলেক্ট্রনিক ডান্স মিউজিকে পারদর্শী। ইয়োন্ডার মিউজিক অ্যাপে তারা সবচেয়ে বেশি স্ট্রিম করা শিল্পীদের মধ্যে অন্যতম। একারনেই ব্যাংককে ফ্লাইওয়ে কনটেস্ট এর আয়োজন করা হয়েছে, যেন বাংলাদেশী ভক্তরা তাদের অসাধারণ কনসার্ট সরাসরি দেখতে পারেন।

এই ক্যাম্পেইন জয়ের জন্য অংশগ্রহণকারীদের নিজেদের মোবাইলে এয়ারটেল বা রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপটি ডাউনলোড করে যত বেশি সম্ভব গান স্ট্রিম করতে হবে। সপ্তাহে ৫০০ গান শোনার প্রথম ব্যক্তিকে সেই সপ্তাহের বিজয়ী হিসেবে বেছে নেওয়া হবে। প্রতি সপ্তাহে একজন রবি এবং একজন এয়ারটেল ব্যবহারকারী সর্বোচ্চ স্ট্রিম এর মাধ্যমে এই প্রতিযোগিতায় বিজয়ী হবেন।

এই ক্যাম্পেইন জয়ের জন্য, অংশগ্রহণকারীরা তাদের ফোনটিতে এয়ারটেল বা রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপ ডাউনলোড করতে হবে এবং প্রতি সপ্তাহে বিজয়ী হিসেবে যোগ্য হওয়ার জন্য অ্যাপ্লিকেশনে ৫০০ টি অনন্য গান শুনতে হবে। যদি একাধিক বিজয়ী থাকে, তবে `প্রথম আসুন প্রথম ভিত্তিতে` একজনকে নির্বাচন করা হবে। প্রতি সপ্তাহে, একজন রবি এবং একজন এয়ারটেল গ্রাহক যারা ৫০০ টি অনন্য গান স্ট্রিম করেছে তাদেরকে বিজয়ী হিসাবে ঘোষনা করা হবে। এভাবে, ৩ সপ্তাহের মধ্যে ৬ জন বিজয়ী, রবি ইয়ন্ডারের ৩ জন এবং এয়ারটেল ইয়ন্ডারের ৩ জনকে চেইনস্মোকারের কনসার্ট দেখতে বাংকক পাঠানো হবে।

বাংলাদেশী সংগীতপ্রেমীদের জন্য এবার নিয়ে দ্বিতীয়বার ইয়ান্ডর মিউজিক এরকম একটি অসাধারণ সুযোগ তৈরি করেছে। ২০১৬ সালে ইয়ন্ডার মিউজিক ৬ জন ভাগ্যবান বিজয়ীকে মালেয়শিয়ায় অনুষ্ঠিত স্করপিয়নের কনসার্ট দেখার সুযোগ করে দেয়। এটা ছিল স্করপিয়নের ৫০ বছর পূর্তি কনসার্ট, যেখানে ভাগ্যবান বিজয়ীরা ব্যাকস্টেজে ব্যান্ড মেম্বারদের সাথে ব্যাক্তিগতভাবে পরিচিত হওয়ার সুযোগ পান।

ইয়ন্ডার মিউজিকের কান্ট্রি ম্যানেজার নোভারা বিনতে নূর এই ক্যাম্পেইন সম্পর্কে বলেছেন, “নিজের পছন্দের ব্যান্ডকে সামনাসামনি কনসার্টে দেখার অনুভুতি বলে বোঝানো যাবে না। এটার সাথে পৃথিবীর আর কোন কিছুর তুলনা হয় না।’

বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে ’আমার ব্যাক্তিগত কিছু অভিজ্ঞতা আছে আমার পছন্দের ব্যান্ডগুলোকে নিয়ে। ইয়োন্ডার মিউজিক সংগীত প্রেমীদের এই স্বপ্ন পুরন করছে যা আমাকে অত্যšত আনন্দ প্রদান করে। আমরা প্রতিনিয়ত আমাদের স্ট্রিমারদের কথা শুনছি। ফ্লাইওয়ে কনটেস্টের জন্য চেইন্সমোকারদের বেছে নেওয়া আমাদের সবচেয়ে জনপ্রিয় সংগীতের প্রতিফলন দেখায়”।

রবির কমিউনিকেশন এবং কর্পোরেট রেস্পন্সিবিলিটির ভাইস প্রেসিডেন্ট, ইকরাম কবির বলেছেন, “আমরা গ্রাহক কেন্দ্রিক কোম্পানি, তাই আমরা স্থানীয় ও আšতর্জাতিক সংগীতের সবচেয়ে বড় মিউজিক লাইব্রেরী ইয়ন্ডার মিউজিকের সাথ্বে কাজ করছি আমাদের গ্রাহকদের বিনামূল্যে সংগীত উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য।

এই কনটেস্টের মাধ্যমে আমাদের গ্রাহকেরা তাদের সবচেয়ে পছন্দের ব্যান্ড, চেইনস্মোকারকে ব্যাংককে সামনা সামনি দেখার সুযোগ পাবেন। সংগীত প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে এবং ইয়ন্ডার মিউজিক এই দেশের সংগীতের এগিয়ে যাওয়াকে সহযোগিতা করছে এরকম নতুন নতুন ক্যাম্পেইনের মাধ্যমে”।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer