Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

চীনে নিষিদ্ধ জাস্টিন বিবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৮, ২২ জুলাই ২০১৭

আপডেট: ১০:২৫, ২২ জুলাই ২০১৭

প্রিন্ট:

চীনে নিষিদ্ধ জাস্টিন বিবার

ঢাকা : কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবারকে নিষিদ্ধ করেছে চীন। ফলে দেশটিতে সংগীত পরিবেশনের জন্য যেতে পারবেন না তিনি। খারাপ আচরণের কারণে ২৩ বছর বয়সী এই তারকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানায় বেইজিং`স মিউনিসিপ্যাল ব্যুরো অব কালচার।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, যেসব বিনোদনদাতার আচরণ ভালো নয় তাদের পারফর্ম করতে অনুমতি দেওয়া উচিত হবে না। 

বিবৃতিতে আরও বলা হয়, ‘পরিণত হওয়ার মধ্য দিয়ে জাস্টিন বিবারের কথাবার্তা ও চলাফেরায় উন্নতি ঘটবে বলে আমরা আশা করি। তখনই তিনি সাধারণ মানুষের প্রিয় গায়ক হয়ে উঠবেন।’

বেইজিং সংস্কৃতি ব্যুরোর ওয়েবসাইটে এ নিষেধাজ্ঞা ঘোষণার সিদ্ধান্ত জানানোর পর প্রশ্ন উপস্থাপন করেছেন এক ভক্ত। তার ভাষ্য, ‘জাস্টিন বিবার অনেক পুরস্কার জিতেছেন। তার অবশ্যই প্রতিভা আছে। চীনা ভক্তরা কেনো তার প্রশংসা করার অধিকার পাবে না?’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer