Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

চীনে খনিতে আটকা পড়া ২১ শ্রমিক মৃত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৫, ৩ ডিসেম্বর ২০১৬

আপডেট: ১০:০৭, ৩ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

চীনে খনিতে আটকা পড়া ২১ শ্রমিক মৃত

ঢাকা: চারদিন আগে বিস্ফোরণের ঘটনায় চীনে একটি কয়লা খনিতে আটকে পড়া ২১ শ্রমিককে মৃত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় এখনও এক শ্রমিক খনিতে আটকে আছেন বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

গত মঙ্গলবার চীনের হেইলংজিং প্রদেশের কুইতাহি শহরের বেসরকারিভাবে পরিচালিত কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটলে ওই শ্রমিকরা আটকা পড়েন।

ঘটনার পর খনির মালিক ও ম্যানেজারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি ‍জানায়, উদ্ধারকর্মীরা আটকে পড়া শ্রমিকদের কাছে সঠিক সময়ে পৌঁছাতে না পারায় খনির ভেতরে বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer