Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

চীন সফরে উ. কোরীয় প্রতিনিধিদল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:২১, ১৫ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

চীন সফরে উ. কোরীয় প্রতিনিধিদল

ঢাকা : উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল সোমবার বেইজিংয়ে পৌঁছেছে। জাপানের গণমাধ্যমের খবরে একথা বলা হয়েছে।

উত্তর কোরীয় নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুগান্তকারী বৈঠককে সামনে রেখে মিত্র দেশ দুটি পরস্পরের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাপানি সম্প্রচার মাধ্যম এনএইচকে-তে বেইজিংয়ের বিমানবন্দরে উত্তর কোরীয় কর্মকর্তাদের ভিআইপি এলাকা ছেড়ে যাওয়ার ছবি দেখানো হয়েছে। এনএইচকে জানায়, পরে প্রতিনিধি দলটি সরকারি দিয়াওইউতাই অতিথিশালায় পৌঁছে। যদিও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার জন্য দুই মাসেরও কম সময়ের মধ্যে কিম চীনে দ্বিতীয়বারের মতো সফর করার পর উ. কোরীয় প্রতিনিধি দলের বেইজিং সফরের খবরটি প্রকাশিত হল।
উত্তরপূর্বাঞ্চলীয় বন্দর নগরী দালিয়ানে কিম সর্বশেষ সফর করেন।

এক বছর আগে পিয়ংইয়ংয়ের পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্তি করলে এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের অবরোধে সমর্থন দিলে দেশ দুটির মধ্যে সম্পর্কে কিছুটা অবনতি হয়। ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় ঘনিয়ে আসায় কিমকে তার প্রধান মিত্র দেশটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটা অত্যন্ত জরুরি বলে বিশেষজ্ঞদের অভিমত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer