Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

চিনির দাম বৃদ্ধির কোন কারণ নেই : বাণিজ্যমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৪, ১৩ মে ২০১৮

আপডেট: ২০:০১, ১৩ মে ২০১৮

প্রিন্ট:

চিনির দাম বৃদ্ধির কোন কারণ নেই : বাণিজ্যমন্ত্রী

ছবি : পিআইডি

ঢাকা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ভারত বাংলাদেশ সীমান্তে যানজটের কারণে পেঁয়াজ ও চিনির দাম বেড়েছে। রোববার দুপুরে সচিবালয়ে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

অতিমুনাফা না করে রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এসময় পাইকারি ও খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করে দেয়ার দাবি জানান ব্যবসায়ীরা।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের যা চাহিদা তা আমাদের উৎপাদন হয়না। ভারত থেকে আনতে গেলে যদি ৫ দিন লাগে তবে পেঁয়াজ পচে যেতে পারে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। চিনির দাম বিশ্ব বাজারে ৪০০ ডলার থেকে এখন ৩০০ ডলার হয়েছে। চিনির দাম বৃদ্ধির কোন কারণ নেই।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে পবিত্রতা রক্ষা করার জন্যে আপনাদের বিবেক অনুসারে মানুষকে সরবরাহ করবেন সঠিক ভাবে। যেহেতু ব্যবসা করেন লাভ করবেন সহনীয় পর্যায়ে। এটি বিনীত অনুরোধ আপনাদের কাছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer