Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কামনা তসলিমা নাসরিন’র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৩, ৭ এপ্রিল ২০১৭

আপডেট: ২৩:৪৮, ৭ এপ্রিল ২০১৭

প্রিন্ট:

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কামনা তসলিমা নাসরিন’র

ঢাকা : ভারতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। এক টুইট বার্তায় নিজের এ ইচ্ছার কথা জানিয়েছেন তসলিমা।

সঙ্গে বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সাধারণ একটি প্রশ্ন করতে চান: ‘আপনি কেন আমাকে আমার দেশে ঢুকতে দিচ্ছেন না?’

চার দিনের সরকারি সফরে শুক্রবার দুপুরের পর ভারত পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তসলিমা টুইটারে বলেছেন, ভারত সফর চলাকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হচ্ছে না।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আন্দোলনের মুখে ১৯৯৪ সালের বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হন তসলিমা।

তসলিমা টুইট বার্তায় লিখেছেন, ‘...কেউ চায় না আমি শেখ হাসিনার সঙ্গে দেখা করি ও প্রশ্ন করি, আপনি কেন আমাকে আমার দেশে প্রবেশ করতে দিচ্ছেন না?’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer