Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

চারশ’ প্রকৌশলীকে বিদেশে প্রশিক্ষণ দেয়া হবে : নসরুল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৫, ৬ জুলাই ২০১৭

আপডেট: ২৩:২২, ৬ জুলাই ২০১৭

প্রিন্ট:

চারশ’ প্রকৌশলীকে বিদেশে প্রশিক্ষণ দেয়া হবে : নসরুল

ঢাকা : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী বছর দেশের প্রায় তিনশ’ থেকে চারশ’ প্রকৌশলী বিদেশে দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কিছু সংখ্যক প্রকৌশলী কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র, এলএনজি-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও আইটি সেক্টরে হাতেকলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন।’

নয় দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে ৩৬ টি গ্রুপে মোট ১৮০ জন প্রশিক্ষণ গ্রহণ করবেন। বিদ্যুৎ বিভাগের অধীন বিদ্যুুৎ কোম্পানিগুলো এই প্রশিক্ষণের জন্য কর্মকর্তা নির্বাচন করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, সাফল্যজনকভাবে পিপিএ বাস্তবায়নে দরকষাকষিতে অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন।
তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তাসহ ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের দক্ষতা অর্জন করা খুব জরুরি। এক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য আমাদেরকে সময়মত কাজ ও বাধা-বিপত্তিগুলো দ্রুত দূর করতে হবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer