Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

চলতি মাসেই শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার পূর্বাভাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৪, ৮ জানুয়ারি ২০১৭

আপডেট: ১৬:০৮, ৮ জানুয়ারি ২০১৭

প্রিন্ট:

চলতি মাসেই শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার পূর্বাভাস

টাঙ্গাইল : হিমালয় থেকে বাংলাদেশে হিমেল হাওয়া আসতে শুরু করেছে। ফলে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমে গিয়ে শীত পড়তে শুরু করেছে।

রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, এই শীত কয়েকদিন থাকবে। তারপর পরিবর্তন হবে। রাজধানী ঢাকায় গত দুই দিনে তাপমাত্রা কমেছে। ফলে শীত অনুভূত হচ্ছে। এ ছাড়া ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে।

দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা কমে যাওয়ায় শীত অনুভূত হচ্ছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে শীত পড়বে। একই সাথে নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা, মাঝারি ও ঘন কুয়াশা পড়তে পারে।

তিনি জানান, চলতি জানুয়ারি মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি থেকে তীব্র ধরনের শৈত্যপ্রবাহ এবং এক থেকে ২টি মৃদু অথবা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি জানুয়ারি মাসে রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ এবং যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলে তাপমাত্রা কমে গিয়ে মৃদু, মাঝারি অথবা তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer