Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

চলতি মাসে কাঠমান্ডুতে হাসিনা-মোদী বৈঠক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৪, ১৩ আগস্ট ২০১৮

আপডেট: ১০:০৫, ১৩ আগস্ট ২০১৮

প্রিন্ট:

চলতি মাসে কাঠমান্ডুতে হাসিনা-মোদী বৈঠক

ছবি- সংগৃহীত

ঢাকা : চলতি মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিন নেপালের রাজধানী কাঠমান্ডুতে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকনমিক কোঅপারেশন (বিমসটেক) এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের সাইডলাইনে বৈঠক করবেন দুই প্রধানমন্ত্রী।

কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ সদস্য বাকি পাঁচ দেশ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং থাইল্যান্ডের সরকার প্রধানরা থাকবেন। কূটনৈতিক সূত্র জানায়, বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর একটি বৈঠকের আয়োজনও করা হচ্ছে। এবারের বিমসেটক সম্মেলনে আঞ্চলিক কানেকটিভিটি ও দারিদ্র্য দূরীকরণের বিষয়টি গুরুত্ব পাবে।


Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer