Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

‘চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশ হবে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ২০ জুন ২০১৭

আপডেট: ১৩:০৩, ২০ জুন ২০১৭

প্রিন্ট:

‘চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশ হবে’

ঢাকা : চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশ হবে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার সংসদে সরকারি দলের মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবের উদ্ধৃতি দিয়ে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে (২০১৭-১৮) জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ১১ শতাংশ অর্জিত হয়েছে।

তিনি আরো বলেন, উচ্চ প্রবৃদ্ধি অর্জনে সরকারের পক্ষ থেকে শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন, রপ্তানি বৃদ্ধি ও রপ্তানি পণ্য বহুমুখীকরণকে উৎসাহিত করতে সম্ভাবনাময় এলাকাসমূহে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়া সারাদেশে ১শ’টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ২২টি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন প্রদান করা হয়েছে। ৫৯টি অর্থনৈতিক অঞ্চলের জন্য স্থান নির্বাচন এবং ৭৬টি অর্থনৈতিক অঞ্চল গভর্নিং বোর্ড কর্তৃক অনুমোদন দেয়া হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer