Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

চরফ্যাশন কলেজে উন্মোচিত হচ্ছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ কর্নার

আকতারুজ্জামান সুজন, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৪, ১৫ এপ্রিল ২০১৭

আপডেট: ০৩:২০, ১৫ এপ্রিল ২০১৭

প্রিন্ট:

চরফ্যাশন কলেজে উন্মোচিত হচ্ছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ কর্নার

ছবি : বহুমাত্রিক.কম

ভোলা : জেলার চরফ্যাশন সরকারি কলেজে উন্মোচিত হতে যাচ্ছে ‘বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ এবং ‘ইতিহাস ও ঐতিহ্য’ নামে দু’টি আলাদা কর্নার।

শনিবার আনুষ্ঠানিকভাবে কর্নার দু’টির উদ্বোধন করবেন চরফ্যাশন কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ, চরফ্যাশন ও মনপুরার সাবেক সংসদ সদস্য প্রয়াত মিয়া মোঃ নজরুল ইসলামের জ্যেষ্ঠপুত্র এবং পরিবেশ ও বন উপমন্ত্রী অাব্দুল্লাহ অাল ইসলাম জ্যাকব এমপি।

কর্নার গুলোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকাল সময়ের বিশেষ ছবি, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চরফ্যাসন সরকারী কলেজের ইতিহাস ও ঐতিহ্যের চিত্র প্রদর্শিত হবে।

কলেজের অধ্যক্ষ কয়সর আহম্মেদ দুলাল জানান, কর্নার দু’টি উদ্বোধনের মধ্য দিয়ে এটি সর্বসাধারণের জন্য উন্মূক্ত করে দেয়া হবে। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer