Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

চবি প্রক্টরের অব্যাহতিতে অবরোধ সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৯, ২৮ নভেম্বর ২০১৬

আপডেট: ১৫:৪৬, ২৮ নভেম্বর ২০১৬

প্রিন্ট:

চবি প্রক্টরের অব্যাহতিতে অবরোধ সাময়িক স্থগিত

চট্টগ্রাম: দিয়াজ ইরফান চৌধুরীকে ‘হত্যা’র প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের একপক্ষের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার সকালে দিয়াজ ইরফানের অস্বাভাবিক মৃত্যুবরণের ঘটনায় তার পরিবারের করা হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার পর এই সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা।

অবরোধের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে অবরোধ স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

তাদের পাঁচ দাবির অন্যতম দাবি ছিল আনোয়ার হোসেনকে তার সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীকে ‘হত্যা’র সুষ্ঠ তদন্তসহ পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে রোববার সকাল থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন নামে ছাত্রলীগের একটি পক্ষ। অনির্দিষ্টকালের অবরোধের প্রথমদিন শাটল ট্রেনের হোস পাইপ কেটে দিয়ে শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা।

এর ফলে রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়গামী কোনো শাটল ট্রেনই নগর থেকে ছেড়ে যেতে পারেনি। পাশাপাশি অবরোধের সমর্থনে ক্যাম্পাসে একটি সিএনজি অটোরিকশা ও দুইটি ব্যাটারিচালিত রিকশা ভাঙচুর করে অবরোধকারীরা। তবে অবরোধের মধ্যেও বিশ্বিবিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer