Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ঘোড়ামারা আজিজসহ ছয় রাজাকারের ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৪, ২২ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঘোড়ামারা আজিজসহ ছয় রাজাকারের ফাঁসির আদেশ

ঢাকা : মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার জামায়াতের সাবেক সংসদ সদস্য আব্দুল আজীজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় রাজাকারের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।

বুধবার বেলা ১১ টায় বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করা হয়। আব্দুল আজীজের বিরুদ্ধে যে কয়েকটি অভিযোগ আনা হয়েছিলো তার মধ্যে গুরুতর অন্যায় তিনি ১৩ জন চেয়ারম্যান মেম্বারকে ক্যাম্পে ডেকে নিয়ে যান এবং তাদেরকে তিস্তা নদীর পাড়ে নিয়ে গিয়ে হত্যা করেন।

এ মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রদান করায় রায়ে খুশি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবিরা। বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ২৩ অক্টোবর এ মামলার বিচার শেষ হয়।

এর আগে ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, এই ৬ জনের বিরুদ্ধে একাত্তরে গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৩ জন ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে হত্যাসহ তিনটি অপরাধের অভিযোগ রয়েছে। মামলার ৬ জনের মধ্যে শুধুমাত্র আবদুল লতিফ কারাগারে রয়েছেন আর বাকিরা পলাতক।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer