Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ঘরেই তৈরি করুন ডাবের পানি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ১৯ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঘরেই তৈরি করুন ডাবের পানি

ঢাকা : এই গরমে ডাবের পানি খানিকটা হলেও প্রশান্তি এনে দেয়। তবে একটা ডাবের যা দাম আর ভেতরে যেটুকু পানি থাকে তাতে করে ডাবের পানি ঘরে তৈরি করা গেলেই বোধ হয় ভালো হতো। তবে হ্যা কথাটি শুনতে অবাক লাগলেও ঘরেই তৈরি করা যায় ডাবের পানি।

বাজারে কিনতে পাওয়া যায় কোকোনাট পাউডার। তবে এতে কেমিক্যাল থাকায় এটিতে ঝুঁকির মাত্রা বেশি। এছাড়াও ঘরে বসেই প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি করা যায় ডাবের পানি। জেনে নিন তৈরির উপায়।

১। ধরা যাক, আপনার কাছে একটি ডাব বা নারিকেল রয়েছে, কিন্তু তার ভেতরের পানি ফুরিয়েছে। প্রথমে আপনাকে তার শাঁসটি বের করে ছোট ছোট টুকরো করে নিতে হবে।

২। এবার ওই ছোট ছোট টুকরোগুলির সঙ্গে মেশাতে হবে পানি। যতটা নারকোল থাকবে, পানি থাকবে তার ৪ গুণ।

৩। এবার খুব ভাল করে মেশানোর পালা। মিক্সিতে দিয়ে একদম ভাল করে ব্লেন্ড করা দরকার।

৪। এবার দরকার একটি গ্লাস, যার ভেতরে একটি ন্যাকড়ার থলি পোরা থাকবে। ব্লেন্ড করা পদার্থটি ঢালতে হবে তার মধ্যে।

৫। ভাল করে ছেঁকে নিতে হবে পদার্থটি। শাঁসের ছিবড়ে অংশটি বাদ চলে যাবে। ভাল করে চেপে চেপে তরলটি নিষ্কাশিত করতে হবে।

 

৬। অতি সামান্য পরিমাণ নুন মিশিয়ে নেওয়া যেতে পারে।

৭। দরকার মনে করলে আরেকটু পাতলা করার জন্য সামান্য পানি মেশানো যেতে পারে। সেক্ষেত্রে বন্ধ পাত্রে রেখে খুব ভাল করে ঝাঁকিয়ে নেওয়া জরুরি।

৮। ব্যস! তৈরি আপনার ‘হোমমেড’ ডাবের পানি। এবার ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেলে পানীয়টি লা জবাব!

পদ্ধতিটি নিজে ঘরে বসে চেষ্টা করে দেখতে পারেন। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এই পানির স্বাদ অবিকল ডাবের পানির মত হবে না কখনওই। কিন্তু কাছাকাছি সুস্বাদু হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer