Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৩, ১৩ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

ছবি- সংগৃহীত

ঢাকা : সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পা রাখলো বাংলাদেশ। গ্রুপ পর্বের দ্বিতীয় এবং শেষ ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে টাইগ্রেসরা। এরআগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিলো গোলাম রাব্বানী ছোটনের শীষ্যরা।

বাংলাদেশের পর নেপালের বিপক্ষেও হেরে যায় পাকিস্তান। আর তাই সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলো তহুরা-শামছুন্নাহাররা। এবার সেই নেপালকে হারিয়ে `এ` গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে গেলো।

ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। ৪৬ মিনিটে দলকে এগিয়ে দেয় তহুরা খাতুন। বিরতি থেকে ফিরে ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অধিনায়ক মারিয়া মান্ডা। ৬৭ মিনিটে শেষ গোলটি আসে সাজেদা খাতুনের পা থেকে।

অপরদিকে গ্রুপ `বি`তে টানা দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে গতবারের রানার্স আপ ভারত। আজ তারা ভুটানকে হারিয়েছে ১-০ গোলে। টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার। এদিকে সেমিতে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে ভুটানের। আর ভারত মুখোমুখি হবে নেপালের।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer