Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

গ্রাহকের মৃত্যুতে টাকা পাবেন নমিনিই : কেন্দ্রীয় ব্যাংক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৬, ১৩ জুন ২০১৭

আপডেট: ১৩:৫১, ১৩ জুন ২০১৭

প্রিন্ট:

গ্রাহকের মৃত্যুতে টাকা পাবেন নমিনিই : কেন্দ্রীয় ব্যাংক

ঢাকা : ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারী বা গ্রাহকের মৃত্যুর পর তার জমানো অর্থ পাবেন গ্রাহকের নির্ধারণ করে দেওয়া নমিনিই। অন্য কাউকে জমানো অর্থ দেওয়া যাবে না।

সোমবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সার্কুলার জারি করে বিষয়টি স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, আমানতকারীর মৃত্যুর পর তাদের মনোনীত নমিনি বা নমিনিগণকে আমানতের অর্থ পরিশোধ করতে হবে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে রক্ষিত কোনো আমানত একক ব্যক্তি বা যৌথভাবে একাধিক ব্যক্তির নামে জমা থাকলে উক্ত একক আমানতকারী বা যৌথ আমানতকারীদের সকলের মৃত্যুর পর তাদের মনোনীত ব্যক্তি বা ব্যক্তিদেরকে আমানতের টাকা প্রদান করা যাবে। তবে আমানতকারী যেকোনো সময় মনোনীত ব্যক্তির মনোনয়ন বাতিল করে অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে নমিনি হিসেবে মনোনীত করতে পারবেন।

এতে আরও বলা হয়, নমিনি নাবালক থাকলে উক্ত একক আমানতকারীর বা যৌথ আমানতকারীর মৃত্যুর ক্ষেত্রে আমানতের টাকা কে গ্রহণ করবে সে সম্পর্কে উক্ত একক আমানতকারী বা যৌথ আমানতকারীগণ নির্দিষ্ট করে দিতে পারবেন।

সমপ্রতি কোনো কোনো ব্যাংক হিসাব খোলার সময় নমিনির কাছ থেকে এমন অঙ্গীকার নিচ্ছে যে, আমানতকারী বা আমানতকারীদের মৃত্যুর পর মনোনীত নমিনি মৃত ব্যক্তির আমানতের অর্থ পাওয়ার যোগ্য বা উপযুক্ত প্রাপক হিসেবে বিবেচিত নাও হতে পারেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক গত এপ্রিলে এ নিয়ে সার্কুলার জারি করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer