Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৌদিতে সাত বাংলাদেশি নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৫, ১৯ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৌদিতে সাত বাংলাদেশি নিহত

ঢাকা : সৌদি আরবের হাইল প্রদেশের আল হোলাইফা শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই ভাইসহ সাত বাংলাদেশি নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কাজ শেষে ঘুমানোর পর চিরঘুমে চলে যান তারা।

নিহতদের মধ্যে প্রাথমিকভাবে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের ছেলে এমরানুল হক সোহেল (৩৪) ও ইমামুল হক মুন্না (২২) এবং গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০)।বুধবার বিকেলে স্বজনদের মাধ্যমে তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি আরবের হাইল প্রদেশের আল হোলাইফা শহরে চাকরি করতেন এমরানুল হক, মুন্না ও সোহেল। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাবার রান্না ও খাওয়া শেষে একই কক্ষে সাত বাংলাদেশি ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

নিহত সাতজনের মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামের চারজন ছাড়া নোয়াখালীর দুইজন ও ফেনীর একজন রয়েছেন বলে জানা গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer