Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

গোলাম নবী চৌধুরীর একগুচ্ছ কবিতা

প্রকাশিত: ০৩:৩৩, ২৩ এপ্রিল ২০১৭

আপডেট: ১১:৫৪, ২৪ এপ্রিল ২০১৭

প্রিন্ট:

গোলাম নবী চৌধুরীর একগুচ্ছ কবিতা

হঠাৎ বৃষ্টি

হঠাৎ ঘোলাটে আকাশ
মেঘবরণ সন্ধ্যা
হাতছানি দিয়ে ডাকলাম তোমাকে
অন্ধকারে তাকিয়ে নীরবে।
নিছক আঁধারের কুয়াশায়
চারদিকে হতাশা-নিরাশায়।
শ্রাবণধারা ঝরছো বিরামহীন
চারদিকে থৈ থৈ মহাসমারোহ
খাল-বিল নদী ভরিয়ে
চলছো অচেনা দেশে
অফুরাণ অঢেল আবেগ তোমার
এত ঝরিয়েও হও না নিঃশেষ।

মেঘের আড়ালে তুমি

 

গভীর রাতে
আকাশজুড়ে নীল সুন্দর
চাঁদের ফাঁকে মনের বাঁকে বাঁকে
কখনো কুয়াশার বনে
আচ্ছন্ন নিদ্রায়
স্বপ্নকুঞ্জের গহীনে
শিরিত আমি ডাকি তোমায়
জমাট মেঘ পাড়ি দিয়ে
হৃদয় গহীনে দিয়েছো ঠাঁই।
সুরের বীনায় বাজে
মেঘের কানাকানি
তোমায় নীরবে ডাকি
অন্তরে নেই কোন হাহাকার।
দূর সাগরে হেলান দেয়া নীলাকাশ
আমার কল্পনায় তোমার ছবি আঁকা
কখনো হবে না শেষ
নিরবধি ডাকি তোমায়
গহীন আঁধারে।

মেঘে পাই সাড়া

হৃদয়ে দোলা দেয়
ওই মেঘমালা
তুলারাশি ভরা মেঘাচ্ছন্ন
আকাশের নীড়ে
সুদূর কোন মরুভূমি থেকে
ভেসে আসা বেদনার্ত ডাক
কোন ময়ূরপঙ্খী সশব্দে
পেখম মেলে দূর আকাশে
দোলায় হৃদয় আমার
নয়নাভিরাম সেই মেঘরাশি
কী মায়াবন্ধনে বেঁধেছে আমায়

গোলাম নবী চৌধুরী : প্রবাসী কবি ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন-নিউরোলজিস্ট

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer