Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

‘গেজেট পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩০, ১২ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০১:১২, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

‘গেজেট পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে’

ঢাকা : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। আমরা দুই সপ্তাহ সময় চেয়েছি। আশাকরি এই সময়ের মধ্যে গেজেট হবে। গেজেট হলে অচলাবস্থার অবসান হবে।

রোববার সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিধিমালার গেজেট সরকারের পক্ষ থেকে দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। আমরা দুই সপ্তাহ সময় চেয়েছি। সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের আলোচনার পরিপ্রেক্ষিতে বিধিমালার কিছু সংশোধন করে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। আদালত আমাকে বলেছেন লিখিত দরখাস্ত দাখিল করতে।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রুলস প্রণয়ন করবেন রাষ্ট্রপতি। মন্ত্রণালয় থেকে আমাকে জানানো হয়েছে এখন আর কোনো সমস্যা নেই। বিধিমালা জারি করা হবে। রুলস না থাকলে বিশৃঙ্খলার বিষয়টি থেকে যায়। আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের এমন সম্পর্ক থাকা উচিত যাতে অচলাবস্থার সৃষ্টি হয়।’

এদিন সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আট সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সময় আবেদনের কারণ লিখিতভাবে সরকারকে জানাতে নির্দেশ দেন আপিল বিভাগ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer