Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

গুলিবিদ্ধ দুই সাঁওতালকে কারাগারে পাঠিয়েছে পুলিশ

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:১১, ১৫ নভেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গুলিবিদ্ধ দুই সাঁওতালকে কারাগারে পাঠিয়েছে পুলিশ

ফাইল ছবি

রংপুর : গাইবান্ধার গোবিন্দগঞ্জের উচ্ছেদ অভিযানের ঘটনায় আহত দুই সাঁওতালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গাইবান্ধায় কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।

তারা হলেন পায়ে গুলিবিদ্ধ রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া গ্রামের চরন সরেন ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুমারপাড়া গ্রামের বিমল কিস্কো।

রমেক হাসপাতাল পরিচালক ডা. বরকতুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় গাইবান্ধা পুলিশ দু’জনকে হাসপাতাল থেকে একটি সাদা মাইক্রোবাসাযোগে নিয়ে যায় পুলিশ।

গত ৬ নভেম্বর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুরে সাঁওতাল পল্লী পুলিশ ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষের লোকজনদের হামলায় তিনজন নিহত হয়। আহত হয় আরও অন্তত ৩০ জন।

আহতদের মধ্যে চরন সরেন ও বিমল কিস্কোকে রমেক হাসপাতালে এবং দ্বিজেন টুডুকে ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা। তাদের হাতকড়া পরা অবস্থায় চিকিৎসা দেয়া হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার এক রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ তিনজনের হাতকড়া খুলে দেয়ার নির্দেশ দেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer