Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

গুলশন হামলার কাহিনি এবার বলি পর্দায়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:০১, ২৯ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গুলশন হামলার কাহিনি এবার বলি পর্দায়

ঢাকা : ইন্দ্রাণী মুখার্জীর পর এবার বাংলাদেশের উপর সন্ত্রাসবাদীদের হামলা পর্দায় ফুটিয়ে তুলতে চলেছে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। তবে এবার বাংলা নয় হিন্দি ছবি। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋতুপর্ণাকে। ছবির নাম ‘জিহাদ’।

মানুষ এখনও ভোলেনি বাংলাদেশের উপর সন্ত্রাসবাদীদের হামলা। সেই ঘটনায় ছাপ তাজা থাকতে থাকতেই সেটাকে সেলুলয়েডের পর্দায় আনতে চাইছেন পরিচালক। তবে ঢাকা হামলা নয়। গোটা বিশ্বের সন্ত্রাসে কীভাবে ছড়িয়ে পড়েছে সেটাও দেখানো হবে ছবিটিতে।

ঢাকা হামলা মারা যান ফ্রান্সের এক চিত্র-সাংবাদিকের বউ। অন্যদিকে গাড়ি দুর্ঘটনায় স্বামী পুত্রহারা অপর্ণা। ঘটনাক্রমে বিয়ে হয় অপর্ণা ও অভিষেকের। নিউজ করতে বসনিয়া যায়। কিন্তু সে আর ফেরে না। তাঁকে খুঁজতে বেরোয় অপর্ণা। তখন সন্ত্রাসের নানা দিক ধরা পড়ে তাঁর চোখে। এই নিয়েই ‘জিহাদ’-এর কাহিনি।

চিত্র সাংবাদিকের চরিত্রে এখানে অভিনয় করতে দেখা যাবে রোহিত রয়কে। এছাড়া রয়েছেন রীতেশ শর্মা।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer