Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

গুজব ছড়ানোর অভিযোগে ২ শিক্ষার্থী গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৯, ১৫ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গুজব ছড়ানোর অভিযোগে ২ শিক্ষার্থী গ্রেপ্তার

ঢাকা : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে বিভিন্ন উসকানিমূলক তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার কামরাঙ্গীরচরসহ পৃথক এলাকায় সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দু`জন হলেন— নাজমুস সাকিব (২৪) ও আহমাদ হোসাইন (১৯)। এদের মধ্যে নাজমুস সাকিব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) শিক্ষার্থী। আহমাদ হোসাইন কামরাঙ্গীর চরের একটি মাদ্রাসায় পড়েন।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করে। গ্রেপ্তার হওয়া সাকিব ও আহমাদ ওই আন্দোলন চলাকালে ফেসবুকে গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের উসকে দেন বলে দাবি করেছে সিআইডি।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer