Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

গুগল ডুডলে বেগম রোকেয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৬, ৯ ডিসেম্বর ২০১৭

আপডেট: ১৭:১২, ৯ ডিসেম্বর ২০১৭

প্রিন্ট:

গুগল ডুডলে বেগম রোকেয়া

ঢাকা : বেগম রোকেয়া দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সার্চ ইঞ্জিন গুগলও দিবসটি স্মরণ করছে।

গুগলের হোম পেজে গেলে ডুডলে সাদা শাড়ি ও চোখে চশমা পরা এক নারীকে বই হাতে হেঁটে যেতে দেখা যাচ্ছে। তিনিই বেগম রোকেয়া।

বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৭তম জন্ম ও ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষেই গুগল এ আয়োজন করেছে। গুগলে (www.google.com) কিংবা সরাসরি www.google.com.bd এই ঠিকানায় ঢুকলেই ডুডলটি দেখা যাবে।

ডুডলে ক্লিক করলে বেগম রোকেয়াকে নিয়ে গুগলে নানা অনুসন্ধান ফল দেখা যাবে। বিভিন্ন দিবস ও ঐতিহাসিক ঘটনার স্মরণে এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম বা মৃত্যু দিবসে গুগল ডুডলে পরিবর্তন করে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer