Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

গানের পাখি শাম্মী আখতার আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৮, ১৬ জানুয়ারি ২০১৮

আপডেট: ১৭:৫৩, ১৬ জানুয়ারি ২০১৮

প্রিন্ট:

গানের পাখি শাম্মী আখতার আর নেই

ছবি : ফাইল ছবি

ঢাকা : চলে গেলেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী শাম্মী আখতার। মঙ্গলবার দুপুর তিনটায় তার শারীরিক অবস্থা খারাপ হলে শান্তিনগরের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পথেই শেষ নিঃস্বাস ত্যাগ করে তিনি। শাম্মী আখতার বিগত পাঁচ বছর যাবত ক্যান্সারে ভুগছিলেন।

শাম্মী আখতারের গানে হাতে খড়ি বরিশালের ওস্তাদ গৌর বাবুর কাছে। এরপর নানান সময়ে নানান জনের কাছে গানে শিক্ষা নিয়েছেন তিনি।

চলচ্চিত্রের গানে শাম্মী আখতারের যাত্রা শুরু আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে গান গাওয়ার মধ্যদিয়ে। এই চলচ্চিত্রে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘আসি যেমন আছি তেমন রবো বউ হবোনারে’ এবং ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’। সত্য সাহার সুর সঙ্গীতে এই দুটি গানের জনপ্রিয়তার কারণে আর পিছনে ফিরে তাকাতে হয়নি শাম্মী আখতারকে। এরপর শাম্মী আখতারের চলচ্চিত্রে প্রায় তিনশো গান গেয়েছেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer