Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

গাজীপুরে সিএনজি চালক হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:২১, ২৫ অক্টোবর ২০১৬

আপডেট: ২৩:৩৬, ২৫ অক্টোবর ২০১৬

প্রিন্ট:

গাজীপুরে সিএনজি চালক হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

গাজীপুর : সিএনজিসহ চালক পারভেজ ভূইয়াকে অপহরণ ও পরে হত্যার দায়ে রিপন (৩২) নামের এক যুবককে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত।

এছাড়া আসামিকে আরো তিন বছরের সশ্রম কারাদন্ড প্রদান এবং সেই সাথে আসামি রিপনকে আরো ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

এছাড়া এ হত্যা মামলায় আরো ৬ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ হত্যা মামলার রায় প্রদান করে।

মৃতুদন্ডপ্রাপ্ত আসামি রিপন নরসিংদী জেলার শিবপুর উপজেলার গড়বাড়ি এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
নিহত পারভেজ ভূইয়া নরসিংদী জেলার শিবপুর উপজেলার দত্তেরগাঁও এলাকার রতন ভূইয়ার ছেলে। নিহত পারভেজ সিএনজি অটোরিক্সা চালাতো।

গাজীপুর জেলা আদালতের পরিদর্শক মো: রবিউল ইসলাম জানান, গত ২০১৩ সালের ১৪ই জুন সন্ধ্যায় শিবপুর সিএনজি স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বের হয়ে সিএনজিসহ নিখোঁজ পারভেজ।

রেরদিন সকালে ১৫ই জুন গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরনিলক্ষ্মী এলাকার একটি কলাবাগানের ভেতর থেকে পারভেজের বিকৃত মরদেহ পাওয়া উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং মুখমন্ডল, নাক, কান, গলা কাটা এবং মাথা থেতলানো ছিল।

এ ঘটনায় ১৭ জুন নিহতের চাচা কিরন ভুইঁয়া বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সিএনজি অটোরিক্সার যাত্রী শিবপুর এলাকার রমজান, মোবারক, বিল্লাল, কাজল ও আকরাম হোসেনকে আসামি করা হয়।

তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা কাপাসিয়া থানার তৎকালীন পরিদর্শক জসিম উদ্দিন ওই ৫ জনসহ রিপন ও সাদ্দাম নামে আরো দুই জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে মঙ্গলবার আদালত এ রায় প্রদান করেন।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাড. হারিজ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাড. মো: ওয়াহিদুজ্জামান আকন (তমিজ)।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer