Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

গাজীপুরে সংখ্যালঘুদের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২:২৫, ১ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গাজীপুরে সংখ্যালঘুদের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

ছবি: বহুমাত্রিক.কম

গাজীপুর : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ইস্পাহানী গ্রুপ কর্তৃক সংখ্যালঘুদের জমি অবৈধভাবে জবরদখল, সংখ্যালঘুদের উপর অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা।

বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ইস্পাহানী কারখানার সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন সংখ্যালঘুরা।

মানববন্ধন থেকে জানা য্য়া, সংখ্যালঘুদের উপর নির্যাতন, অত্যাচার ও হুমকীর প্রতিবাদে মনি লাল নামের একজন বাদী হয়ে জয়দেবপুর থানায় ইস্পাহানী কারখানার মালিকসহ ৭জনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ওই কারখানার ম্যানেজার আব্দুল মান্নানকে গ্রেফতার করে পুলিশ।

মানববন্ধনে অংশ নেওয়া নিখিল পাল জানান, তাদের জমি ইস্পাহানী গ্রুপ অবৈধভাবে দখল করে রেখেছে। ওই জমিতে কেউ গেলেই তার উপর অত্যচার, নির্যাতন ও বিভিন্ন হুমকী দিয়ে থাকে ওই কোম্পানির লোকজন। সংখ্যালঘুরা তাদের ভয়ে আতঙ্কে রয়েছে বলেও জানান তিনি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer