Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

গাজীপুরে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে দুই যুবক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৭, ২১ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গাজীপুরে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে দুই যুবক গ্রেপ্তার

গাজীপুর : গাজীপুরে পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে দুই যুবক গ্রেফতার হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শেরপুর সদর উপজেলার উত্তর শ্রীবরদী গ্রামের মো. আবুল হোসেনে ছেলে নুরুননবী আজাদ (২৪) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্ণপুর গ্রামের আব্দুর রবের ছেলে তরিকুল ইসলাম (২৫)।

দন্ডপ্রাপ্তরা শুক্রবার সকালে রাজস্ব জনবল নিয়োগ পরিহ্মার প্রক্সি দিতে দিতে এসেছিল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের এনডিসি মামুন শিবলী জানান, শুক্রবার সকালে গাজীপুর জেলায় রাজস্ব প্রশাসনের জনবল নিয়োগের জন্য পরীক্ষা শুরু হয়।

পরীক্ষা চলাকালে শহরের রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ক্রেডিট চেকিং কাম সায়ারার সহকারী পদে গাজীপুরের শ্রীপুর এলাকার মারতা এলাকার আব্দুল মোতালেবের ছেলে মো. তারেকের ( রোল নং ১২৪) প্রক্সি পরীক্ষা দেয়ার সময় নুরুন নবী আজাদকে আটক করা হয়।

একই অভিযোগে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মিউটেশন কাম সহকারী পদে শ্রীপুরে কর্ণপুর এলাকার আমিনুল ইসলামের (রোল নং ৫৫৭) প্রক্সি পরীক্ষা দেয়ার সময় তরিকুলকে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তরিকুলকে ৭ দিনের এবং নুরুন নবী আজাদকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer