Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৪ ১৪৩০, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

গাজীপুরে নারী দিবস উপলক্ষে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪৭, ৬ মার্চ ২০১৭

আপডেট: ০২:৫৫, ৬ মার্চ ২০১৭

প্রিন্ট:

গাজীপুরে নারী দিবস উপলক্ষে মানববন্ধন

গাজীপুর : গাজীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে নারী দিবসকে কেন্দ্র করে রোববার জেলা শহরের রাজবাড়ি প্রধান সড়কের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাকির হোসেনের নেত্রীতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নেজবাহার বেগম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শিরিন আক্তার, ব্র্যাক প্রতিনিধি প্রণব কুমার রায়, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ানের কর্মসূচীর সেক্টর স্পেশালিষ্ট মোঃ সেলিম মোল্লা।

পুরুষের পাশা পাশি নারীরাও সমনা অধিকার নিয়ে দেশ গঠনের কাজে সহায়ক হবে বলে প্রত্যাশা করে সংগঠনের নেতারা। তারা মানববন্ধনে বলেন, ১২২ কোটি টাকা বর্তমান সরকার নারীদের উনানয়নে ব্যায় করছে। নারীদের কর্মসংস্থান তৈরীতে ১৮ টি কর্মসূচী হাতে নিয়েছে। সমাজের সকল শ্রেণির নারীদের কর্মদক্ষ করার লক্ষে যা করা প্রয়োজন তা বর্তমান সরকার করতে প্রস্তুত।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer