Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

গাজীপুর শহরে ঘুরে বেড়াচ্ছে ক্ষুধার্ত বানরের দল

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৪, ২৬ ডিসেম্বর ২০১৬

আপডেট: ১৫:২৫, ২৬ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

গাজীপুর শহরে ঘুরে বেড়াচ্ছে ক্ষুধার্ত বানরের দল

ফাইল ছবি

গাজীপুর : শিল্পায়ন আর নগরায়নে দিন দিন ঘনত্ব হারাচ্ছে গাজীপুরের বনাঞ্চল। এতে আশ্রয়হীন হয়ে পড়েছে বন্যপ্রাণিরা। এতে বেশির ভাগ বন্যপ্রাণিই হারিয়েছে অস্তিত্ব। স্বল্পবিস্তর যা টিকে আছে তাও বিপন্নপ্রায়।

গত কয়েকদিন ধরে জেলা শহরে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে একদল বানর। হানা দিচ্ছে বাড়িতে বাড়িতে। এতে অতিষ্ট হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 

জেলা শহরের ছায়াবিথী এলাকার বাসিন্দা খন্দকার মুহাম্মদ সফি জানান, গত কয়েকদিন ধরে ছায়াবিথী, শ্মশানঘাট, কোর্ট এলাকাসহ শহরজুড়ে দাঁপিয়ে বেড়াচ্ছে একদল বানর। এরা বাড়িতে আচমকা হানা দিচ্ছে, নিয়ে যাচ্ছে খাবার।  

তিনি বনবিভাগের কর্মকর্তাদের বানরগুলোকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, এদের শিগগির সরিয়ে না নিয়ে পাড়ার ছেলেরা এদের মেরে ফেলতে পারে। অথবা বিদ্যুতের তারে পেচিয়েও মারা যেতে পারে এরা। 

প্রকৃতিপ্রেমীরা বলছেন, আসলে এর জন্য মানুষই দায়ী। বনাঞ্চল ধ্বংসের কারণে আবাসস্থল হারিয়ে এরা লোকালয়ে আসছে। প্রয়োজনীয় খাবার ও নিরাপদ আবাসের সংস্থান করে এদের বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer