Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

গাজীপরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন রোববার

মাসুম বিল্লাহ মাজেদ

প্রকাশিত: ০২:৫৭, ১৯ মার্চ ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গাজীপরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন রোববার

গাজীপুর : রোববার ১৯ মার্চ, মহান মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস। ঐতিহাসিক এ দিনটিতেই উদ্বোধন হচ্ছে গাজীপরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন।

এদিন বিকালে জয়দেবপুর রাজবাড়ি সড়কের গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি। যিনি গাজীপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ও প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগ্রামের অন্যতম নেতা।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে গণপূর্ত বিভাগ প্রায় সোয়া ২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে আধুনিক সুবিধা সম্বলিত এ ভবনটি, যেটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দপ্তর হিসাবে ব্যবহৃত হবে।

ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠান এম ডি জে এসোসিয়েট, গাজীপুর। এর প্রবেশদ্বারে ডানপার্শ্বে রয়েছে ৫/৭.৫ ফিটের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। তিন তলা ভবনটির নীচতলায় রয়েছে ৯টি কক্ষ, প্রথম তলায় সভা কক্ষ ও ২য় তলায় অফিস কক্ষ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer