Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

গাজী শাহাবুদ্দিন আহমদ আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৬, ১০ জুন ২০১৭

আপডেট: ১১:০৪, ১০ জুন ২০১৭

প্রিন্ট:

গাজী শাহাবুদ্দিন আহমদ আর নেই

ঢাকা : ষাটের দশকের রুচিশীল ম্যাগাজিন পত্রিকা সচিত্র সন্ধানীর প্রকাশক ও সম্পাদক গাজী শাহাবুদ্দিন আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার দুপুরে রাজধানীর শান্তিনগরে নিজস্ব বাসভবনে (গাজী ভবন) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

গাজী শাহাবুদ্দিন স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য বন্ধু ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ এশা নয়াপল্টন জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা হবে। রাতেই তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

তৎকালীন বাংলাদেশের সেরা লেখকদের সেরা লেখার অনেকগুলোই ছাপা হয়েছে গাজী শাহাবুদ্দিনের ম্যাগাজিনে।

জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ ধারাবাহিকভাবে ছাপা হয়েছিল সচিত্র সন্ধানীতে। এছাড়া সন্ধানী প্রকাশনী থেকেও দেশের খ্যাতনামা সাহিত্যিকদের বই বের হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer