Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

গাজা সীমান্তে গুলিতে ১৫ ফিলিস্তিনি নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪০, ৩১ মার্চ ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গাজা সীমান্তে গুলিতে ১৫ ফিলিস্তিনি নিহত

ছবি : সংগৃহীত

ঢাকা : নিজের ভূমিতে ফিরে যেতে গাজা থেকে ইসরাইলের সীমান্তের দিকে হাজারো ফিলিস্তিনি মিছিল করে যাওয়ার পর শুক্রবার তাদের ওপর ইসরাইলি সৈন্যদের গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে ১৪শ’ আহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ১৪শ’ ফিলিস্তিনি আহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী বলছে, অন্তত ছ’টি স্থানে দাঙ্গা-হাঙ্গামা চলছে এবং দাঙ্গায় উস্কানিদাতাদের দিকে লক্ষ্য করে গুলি করা হয়েছে।

ফিলিস্তিনিরা তাদের এই মিছিলের নাম দিয়েছে ‘গ্রেট মার্চ টু রিটার্ন’ বা নিজের ভূমিতে ফিরে যাওয়ার মিছিল। সীমান্তের কাছে তারা পাঁচটি ক্যাম্প স্থাপন করে সেখানে অবস্থান নিয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer