Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

গাছের নীচে পাওয়া অর্থ এবং স্বর্ণ ফেরত দিলেন `সৎ ব্যক্তি`

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৯, ২৯ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গাছের নীচে পাওয়া অর্থ এবং স্বর্ণ ফেরত দিলেন `সৎ ব্যক্তি`

ঢাকা : জার্মানির বার্লিনে গাছের নীচে পড়ে থাকা একটি ব্রিফকেসে প্রায় ৪০,০০০ ডলার মূল্যমানের নগদ অর্থ এবং স্বর্ণ পাবার পরও তা পুলিশের হাতে তুলে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন এক `সৎ ব্যক্তি`।

ব্রিফকেসে নগদ অর্থ ছিল ৩,৫০০ ইউরো এবং সাথে সবমিলিয়ে প্রায় এক কেজি ওজনের ২২ টি স্বর্ণের বার।

বার্লিনের নয়কালন এলাকার একটি ব্যাংকের বাইরে গাছের নীচে ঐ ব্রিফকেসটি পাওয়া যায়।
"নয়কালনে গাছের নীচে যে কতগাকিছু পাওয়া যায় তা সত্যিই চমকপ্রদ" এক টুইটবার্তায় বলে স্থানীয় পুলিশ।ব্রিফকেসের মালিককেও তারা খুঁজে পেয়েছেন।

সেই মালিকের গল্পও খুব কম চমকপ্রদ নয়। তিনি গাছের নীচে ব্রিফকেসটি রেখে নিজের বাইসাইকেল লক করেন। এরপর সেই মূল্যবান ব্রিফকেসের কথা বেমালুম ভুলে যান।তবে যে ব্যক্তি ব্রিফকেসটি ফেরত দিয়েছেন, তিনিও খালি হাতে ফিরছেন না।

জার্মানির আইনে আছে, কোন হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া ব্যক্তি ফি হিসেবে ঐ জিনিসের মূল্যমানের ৩-৫ শতাংশ দাবী করতে পারেন, স্পিগেল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়।
হারানো জিনিস সংরক্ষণের জন্য `লস্ট এন্ড ফাউন্ড` কার্যালয়ও ১০ শতাংশ অর্থ দাবী করতে পারে।বিবিসি বাংলা

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer