Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

গাছ না কেটেই যশোর রোড পুনঃনির্মাণের সুপারিশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গাছ না কেটেই যশোর রোড পুনঃনির্মাণের সুপারিশ

ফাইল ছবি

ঢাকা : যশোর-বেনাপোল আন্তর্জাতিক মহাসড়ক, যশোর-খুলনা সড়ক এবং যশোর-ঢাকা সড়কের দূরাবস্থা সরেজমিন পরিদর্শনের লক্ষ্যে একটি সাব-কমিটি গঠন এবং যশোর-বেনাপোল আন্তর্জাতিক মহাসড়কের গাছ রেখে সড়কটি পুনঃনির্মাণের জন্যে মন্ত্রণালয়কে দ্রুত উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
 
কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠকে এই সুপারিশ করা হয়।
 
বৈঠকে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের অধীন দেশের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ৬১টি সেতু নির্মাণের কাজ অত্যন্ত গুরুত্ব সহকারে মনিটরিং করার সুপারিশ করা হয়।
 
কমিটি মির্জাপুরের মধ্যে দিয়ে পুরাতন ঢাকা-ময়মনসিংহ সংকীর্ণ সড়কটি প্রশস্তসহ ঝুঁকিপূর্ণ সেতু পুনঃনির্মাণ করার জন্যে মন্ত্রণালয়কে দ্রুত উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer