Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

গমের ব্লাষ্ট রোগ বিষয়ক গবেষণায় সাফল্য নিয়ে বিএআরসিতে সেমিনার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৩:১২, ৫ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গমের ব্লাষ্ট রোগ বিষয়ক গবেষণায় সাফল্য নিয়ে বিএআরসিতে সেমিনার

গমের ক্ষেতে ব্লাষ্টের প্রাদুর্ভাবে দিশেহারা কৃষক। আশা করা হচ্ছে রোগটি শনাক্তের ফলে প্রতিরোধী জাত উদ্ভাবনের পথে অনেকদূর এগিয়ে যাবেন গবেষকরা। ছবি-সংগৃহীত

ঢাকা : দেশের প্রধানতম খাদ্য শষ্য গমের ব্লাষ্ট রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন বিষয়ক গবেষণায় সাফল্য নিয়ে সেমিনার আয়োজন করছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)। 

সোমবার বিকেল ৩টায় রাজধানীর ফার্মগেটে বিএআরসি মিলনায়তনে Novel genomic and post-genomics approaches for understanding wheat blast pathogen and development of blast resistant wheat শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হবে। 

সম্প্রতি এ সংক্রান্ত গবেষণায় সাফল্য পাওয়া গবেষক দলের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো: তোফাজ্জল ইসলাম সেমিনারে গবেষণার অধিকতর অগ্রগতি ও এর প্রাসঙ্গিকতা তুলে ধরবেন।

বিএআরসির পরিচালক (জনশক্তি ও প্রশিক্ষণ) মো: আমিনুজ্জামান জানিয়েছেন, কৃষি প্রধান বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ খাদ্য শষ্য গমের ক্ষতিকারক ব্লাষ্ট রোগের সাম্প্রতিক গবেষণায় সাফল্যকে বিশেষ গুরুত্বের সাথে দেখছে বিএআরসি। সেমিনারে এই গবেষণার সাথে যুক্ত গবেষকরা ছাড়াও বিশিষ্ট কৃষি বিজ্ঞানীরা তাদের মতামত তুলে ধরবেন।

দেশের  কৃষি গবেষণার নেতৃত্ব এই প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যানসহ বিশিষ্ট কৃষিবিদরা এতে উপস্থিত থাকবেন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer