Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

গবেষণাগারে জন্ম নিল বাঁদরের ‘ক্লোন’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৫, ২৬ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গবেষণাগারে জন্ম নিল বাঁদরের ‘ক্লোন’

ছবি : সংগৃহীত

ঢাকা : হতেই পারে সন্তান বিয়োগের যন্ত্রণা ভুলতে আবারও তাকেই ফিরে পেতে চাইলেন বাবা-মা। শোক ভুলতে সন্তানের মতো হুবহু একজনকেই ফিরে পেতে চেয়ে ‘অর্ডার’ করলেন ‘ল্যাবরেটরি’-তে। সেই দিন আসতে খুব একটা দেরি নেই।

এর আগে তৈরি হয়েছিল ভেড়ার প্রতিলিপি। এবার হল বাঁদরের। সাফল্য পেলেন চীনের বিজ্ঞানীরা।জেন লিউ নামে এক পোস্টডক্টরাল গবেষকের নাম উঠে এল এই গবেষণায়। আমেরিকার ‘সেল’ পত্রিকায় সম্প্রতি প্রকাশিত হয়েছে বাঁদরের ক্লোন নির্মাণের গবেষণাপত্রটি।

ক্লোনিংয়ের মাধ্যমে অপর একজন মানুষের জিনগত প্রতিরূপ তৈরি করা প্রসঙ্গে চীনা গবেষক কুয়াং সান বলেন, ‘বাঁদরের ক্লোন করার এই সাফল্য এইডস ও ক্যানসারের মতো মারণ রোগ, দেহের ভিতরে বাইরের নানা জিনগত রোগ নিয়ে গবেষণায় সহায়ক হবে।’

তবে কেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক ডারেন গ্রিফিন বলেন, ‘এটি প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত খুশির খবর হলেও নীতিগত নানা প্রশ্ন তো রয়েইছে। পরবর্তীতে এই নিয়ে বিতর্কের সম্ভাবনা রয়েছে। কারণ মানব ক্লোনের অপব্যবহার করে নবজাতককে বিকলাঙ্গ করে দেওয়া কিংবা অতীতের কোনও কুখ্যাত মৃত ব্যক্তিকে পুনরায় ফিরিয়ে আনাও সম্ভব হতে পারে।’

ডলি নামের একটি ভেড়াই জিন গবেষণায় প্রথম সাফল্য এনে দিয়েছিল বিজ্ঞানীদের। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের রোজালিন ইনস্টিটিউটে তৈরি হয়েছিল প্রথম ক্লোন ডলি। বিজ্ঞানীদের গবেষণার পদ্ধতি মেনেই এবার চিনের একটি গবেষণাগারে কয়েক সপ্তাহ আগে লম্বা লেজ বিশিষ্ট মাঝারি আকারের দুটি বাঁদর ঝোং ঝোং এবং হুয়া হুয়া জন্ম (ম্যাকাকা ফ্যাসিকুলারিস) নিল।

স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে যৌন প্রজনন পদ্ধতির মাধ্যমেই জন্ম নেয় প্রাণী। কিন্তু গবেষণাগারে ক্লোনিংয়ের মাধ্যমে দুটি বাঁদরের জন্ম দিতে সক্ষম হয়েছেন চীনের বিজ্ঞানীরা। চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেস (সিএএস) ও ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের বিজ্ঞানীদের গবেষণায় এবার প্রথম প্রাইমেট গোত্রের ক্লোনে মিলল সাফল্য।

১৯৯৬ সালে একটি ভেড়ার শরীরের কোষ থেকে ক্লোন করা হয়েছিল মায়ের মতো একই রকম দেখতে ডলিকে। প্রায় ২০ বছর পরে ভেঙে গেল বাধা। একাধিক প্রাণীর ক্লোন তৈরি করেছেন বিজ্ঞানীরা আগেও। তালিকায় রয়েছে, কুকুর, বিড়াল, শূকর। বাঁদরের ক্লোন এই প্রথমবার। মানুষও এই গোত্রেরই। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, এবার কি তবে মানুষের ক্লোন নিয়ে গবেষণারত চিনের বিজ্ঞানীরা? তাই সীমান্ত ছাপিয়ে বিতর্ক এবার গবেষণাগারেও। সূত্র : সংবাদ প্রতিদিন

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer