Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

গণযোগাযোগ ও সাংবাদিকতা উপর দু’দিনব্যাপী সম্মেলন শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ২৯ নভেম্বর ২০১৬

আপডেট: ১০:৪৫, ২৯ নভেম্বর ২০১৬

প্রিন্ট:

গণযোগাযোগ ও সাংবাদিকতা উপর দু’দিনব্যাপী সম্মেলন শুরু

ঢাকা : বাংলাদেশে প্রথমবারের মতো গণযোগাযোগ ও সাংবাদিকতার উপর জাতীয় পর্যায়ে দু’দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান ও সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমান।

বাসস

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer