Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

গণপরিবহনের চলমান সংকট নিয়ে সভা বুধবার : ওবায়দুল কাদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৬, ১৮ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গণপরিবহনের চলমান সংকট নিয়ে সভা বুধবার : ওবায়দুল কাদের

ঢাকা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনের চলমান সংকট নিয়ে আগামীকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে একটি পর্যালোচনা সভা করা হবে।

মন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে তার দপ্তরে ১৯৯১ সালের ২৯ মার্চ তারিখে রাজধানীর মৌচাকে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) কর্তৃক ক্ষতিপূরণের চেক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বলেন, ‘আগামীকাল বিকেল ৪টায় বিআরটিএ’র কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।’

অনুষ্ঠানে মন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী নাফিয়া গাজির পরিবারকে ক্ষতিপূরণের আড়াই লাখ টাকার চেক প্রদান করেন। বিআরটিসি আদালতের রায় অনুযায়ী নাফিয়ার পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিবে।

মন্ত্রী এই অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যানকে আগামীকাল পরিবহন শ্রমিক নেতাদের সাথে সভা করার জন্য নির্দেশনা প্রদান করেন। ক্ষতিপূরণ প্রদান অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু বিভাগের সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer