Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

গণতন্ত্রের ভিতরে থেকেই জঙ্গি দমন করা হচ্ছে : ইনু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৭, ২৬ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গণতন্ত্রের ভিতরে থেকেই জঙ্গি দমন করা হচ্ছে : ইনু

আশুলিয়া : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রের ভিতরে থেকেই জঙ্গি দমন করা হচ্ছে। যদি সরাসরি গুলি করে, গুলি করে দেই, আর ধরা পড়লে বিচারে দেই।

বুধবার সকালে আশুলিয়ার জিরাবো কন্ডোলবাগ এলাকায় পিকার্ড কমিউনিটি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যদানকালে তিনি একথা বলেন।

এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার তিনটি বড় চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছে। একটা হচ্ছে জঙ্গি ধংস করে দিয়ে শাস্তি প্রতিষ্ঠা চাই, দুই নম্বর হচ্ছে বৈষম্য মুক্ত উন্নয়নের চ্যালেঞ্জ, উন্নয়নও করবো-বৈষম্য থাকবে না, উন্নয়নও করবো দারিদ্র উচ্ছেদ করবো, আর তিন নম্বর চ্যালেঞ্জ হচ্ছে দলবাজি দূর্ণিতী মুক্ত সুশাষনের চ্যালেঞ্জ। এ তিন যুদ্ধের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি।’

পিকার্ড কমিউনিটি স্কুলে গার্মেন্টস এর শ্রমিকদের বিনামুল্যে পড়া শুনার সুযোগ করে দিয়েছেন কর্তৃপক্ষ। এই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১’শ ৪০ জন।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপন্থিত ছিলেন, পিকার্ড কমিউনিটি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সায়ফুল ইসলামসহ আরও অনেকে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer