Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

গণজাগরণ মঞ্চের শহীদুল হক মামা মারা গেছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৮, ১ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গণজাগরণ মঞ্চের শহীদুল হক মামা মারা গেছেন

ঢাকা : শাহবাগের গণজাগরণ মঞ্চের সেই উদ্যমী মানুষ ও মুক্তিযোদ্ধা শহীদুল হক মারা গেছেন। শুক্রবার দোহারের আল-বারাকাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গণজাগরণ মঞ্চের আন্দোলন চলাকালে তিনি সবার কাছে `মামা` উপাধি পান।শাহবাগে আন্দোলন চলাকালে শহীদুল হক সুইডেন থেকে বাংলাদেশে চলে আসেন।

৭১-এর রণাঙ্গনে এই মুক্তিযোদ্ধা মামা-বাহিনীর প্রধান ছিলেন। রাজাকার ও জামায়াত নেতা কাদের মোল্লার বিচারের সরকারি সাক্ষীদের অন্যতম ছিলেন এ্ই শহীদুল হক, মামা।

৩ মে শহীদুল হক বাংলাদেশ থেকে সুইডেন যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়লে তাকে দোহার আল ওয়াকারা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মারা যান। খবর পেয়ে তার স্ত্রী, ছেলে ও মেয়ে দোহা গেছেন।

`৭১ সালে স্বাধীনতা যুদ্ধে মামা-বাহিনীকে নেতৃত্ব দিয়ে এই মুক্তিযোদ্ধা বিহারি ও পলাতক দুর্ধর্ষ আল-বদরের দখলে থাকা দুর্ভেদ্য ঢাকার মিরপুরের ঘাঁটি ১৯৭২ সালের ৩০ জানুয়ারি মুক্ত করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer