Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

খুলে দেওয়া হল মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৬, ১৫ সেপ্টেম্বর ২০১৬

আপডেট: ১৮:৪০, ১৪ অক্টোবর ২০১৬

প্রিন্ট:

খুলে দেওয়া হল মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ

ঢাকা : রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

এর আগে গত ৩০ মার্চ এ ফ্লাইওভারের হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সাতরাস্তা পর্যন্ত অংশটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লাইওভারের ওই একাংশটি উদ্বোধন করেন। ফ্লাইওভারটির নির্মাণ কাজ তিন ভাগে ভাগ করা হচ্ছে- একটি অংশে রয়েছে সাতরাস্তা-মগবাজার-হলি ফ্যামিলি পর্যন্ত, আরেকটি অংশে রয়েছে শান্তিনগর-মালিবাগ-রাজারবাগ পর্যন্ত, শেষ অংশটি বাংলামোটর-মগবাজার-মৌচাক পর্যন্ত।

মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পটি ২০১১ সালের ৮ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন হয়। তখন এর ব্যয় ধরা হয়েছিল ৭৭২ কোটি ৭০ লাখ টাকা।

সর্বশেষ গত জানুয়ারি মাসে এ ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের ব্যয় বাড়িয়ে করা হয় এক হাজার ২১৯ কোটি টাকা।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer