Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে-নিহত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৮, ২১ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে-নিহত ৫

খুলনা : খুলনার ডুমুরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার খুলনা- সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কয়রা উপজেলার মেগারাইস গ্রামের শহীদ গাজীর ছেলে সারিফুল ইসলাম গাজী (৩৫), দক্ষিণ বেদকাশী গ্রামের হামিদ গাজীর ছেলে রাজ্জাক গাজী (৪০) পাইকগাছার ফতেহপুর গ্রামের কালাজামালের ছেলে নুর ইসলাম (৪০), কয়রার বাগালী গ্রামের ছহিল উদ্দীন গাজীর ছেলে আবু তালেব গাজী ( ৪১) ও কয়রার উত্তর ক্ষেতনা আমাদী এলাকার আদিল উদ্দীনের ছেলে মো: মোস্তফা গাজী (৩৬)। এ সময়ে আহত হয়েছেন নারী, শিশুসহ ২৩ জন।

আহতরা হচ্ছেন, লোকমান গাজী, আফজাল গাজী, ইয়াসিন আরাফাত (১০) , আবুল হোসেন, মাহির উদ্দীন, রবিউল ইসলাম, শাহিনুর রহমান, মনিরুল ইসলাম, আব্দুল খালেক, মিজানুর রহমান, আবুল হাসান, রেজাউল ইসলাম, কোহিনুর বেগম, লিয়াকত হোসেন, ইয়াসিন আলী (১২), আবেদা বেগম, গফ্ফার সানা, সেলিম হোসেন, সোহরাব আলী, মনিরুল ইসলাম, রেজাউল বিশ্বাস, কণিকা রানী ও বাসুদেব রায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কয়রা থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহি বাস ( সাতক্ষীরা জ- ০৪-০০৮৮) খুলনা - সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার বরাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালযের সামনে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত স্কেবেটরের কাছ থেকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময়ে ঘটনাস্থলে মারা যান বাসের ৫ যাত্রী। আহত হন আরও কমপক্ষে ২০ জন। বাস খাদে পড়ে যাওয়ার পর যাত্রী নিহত হলে বাসের চালক, হেলপার, সুপারভাইজার ও স্কেবেটরের চালক পালিয়ে যায়। দুর্ঘটনার পর আধঘন্টা উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। নিহতদের লাশ এ রির্পোট লেখা পর্যন্ত ঘটনাস্থলের পাশে বরাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাখা ছিল। এছাড়া আহতদের ডুমুরিয়া হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পুলিশী হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। আহতদের হাতপাতালে পাঠানো হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer