Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

খুলনার ৫ জেলাতেই আওয়ামী লীগে একাধিক প্রার্থী

শেখ হেদায়েতুল্লাহ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৩, ২ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

খুলনার ৫ জেলাতেই আওয়ামী লীগে একাধিক প্রার্থী

খুলনা : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে ৫টিতে আওয়ামী লীগের একাধিক প্রতিদ্বন্ধি প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনটিতে একক প্রার্থী থাকলেও শরীক দলের প্রতিদ্বন্ধি প্রার্থী রয়েছেন।

অপরদিকে ২ জেলায় প্রতিদ্বন্ধি কোন প্রার্থী নেই। সে হিসেবে ওই দুই জেলায় আওয়ামী লীগের প্রার্থী বিনাপ্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

জানা গেছে, খুলনা বিভাগের খুলনা জেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ দলীয় মনোনয়ন পেয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া আওয়ামী লীগে ডুমুরিয়া উপজেলার শাখার সাবেক নেতা অজয় সরকার ও রুপসা উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলী আকবার শেখ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সাতক্ষীরা জেলায় দলীয় মনোনয়ন পেয়ে মনোনয়ন পেয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

বাগেরহাট জেলায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন শেখ কামরুজ্জামান টুকু। বাগেরহাট জেলায় আর কেউ বা কোন দলের প্রার্থী মনোনয়ন পত্র জমা দেননি। সে হিসেবে বলা যায় তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হবেন।

যশোর জেলায় আওয়ামী লীগ মনোনীত শাহ হাদী উজ্জামান একমাত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনিও বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

নড়াইল জেলায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪ জন। এরা হলেন; আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আয়ুব আলী। সাবেক সংসদ সদস্য ও বিগত আওয়ামী লীগ জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন (স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো: সোহরাব হোসেন বিশ্বাস (স্বতন্ত্র) এবং জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খোন্দকার মোঃ মাসুদ হাসান (স্বতন্ত্র)।

মেহেরপুর জেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৫ জন। এরা হলেন; আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিয়াজান আলী। এছাড়া সদর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, মো: হাবিবুর রহমান বিশ্বাস।

মাগুরা জেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক রানা আমীর ওসমান এবং যুবলীগ নেতা কুতুব উল্লাহ পুটি মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

কুষ্টিয়া জেলায় আওয়ামী লীগের মনোনীত হাজী রবিউল ইসলাম এবং জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চুয়াডাঙ্গা জেলায় আওয়ামী লীগের মনোনীত মাহফুজুর রহমান মঞ্জু, কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সামসুল আরেফিন খোকন, জাতীয় পার্টির অ্যাডভোকেট সোহরাব হোসেন এবং হারুনুর রশিদ আঙ্গুর।

ঝিনাইদহ তিনজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত কনক কান্তি দাশ, জাপার হারুনার রশিদ এবং জাসদের মো: এমদাদুল হক।

জেলা পরিষদ নির্বাচনে ৩ ও ৪ ডিসেম্বর মনোনয়ন পত্র বাছাই। ১১ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার ও ১২ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer