Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

খালেদা-সুষমা বৈঠক : অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৭, ২২ অক্টোবর ২০১৭

আপডেট: ২৩:২৯, ২২ অক্টোবর ২০১৭

প্রিন্ট:

খালেদা-সুষমা বৈঠক : অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত

ছবি: নুরুদ্দিন আহম্মেদ

ঢাকা : ভারত চায় বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হোক। রোববার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তাঁর দেশের এই অবস্থানের কথা জানিয়েছেন। 

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রাত ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত চলা ওই বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ অংশ নেন।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘তারা (ভারত) চান, প্রতিবেশী দেশগুলোতে গণতান্ত্রিক চর্চা থাকুক এবং গণতান্ত্রিকভাবেই সরকার নির্বাচিত হোক। একইসঙ্গে নির্বাচন কমিশন যেন তার দায়িত্ব পালন করতে পারেন- সেটাও তিনি আশা করেন।’

মির্জা ফখরুল বলেন, ‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। আলোচনায় দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও কীভাবে শক্তিশালী করা যায়- সে বিষয়ে আলোচনা হয়েছে। চেয়ারপারসন মূলত দুটি প্রসঙ্গ আলোচনা করেছেন। বৈঠকে এক পর্যায়ে খালেদা জিয়া রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলেন। তিনি সুষমা স্বরাজকে বলেছেন, রোহিঙ্গারা এই মুহূর্তে বাংলাদেশের জন্য বড় সমস্যা। আমরা চাই তাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়া হোক। জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারাও চান নিরাপদে রোহিঙ্গারা নিজ দেশে চলে যাক। ভারত এজন্য মিয়ানমারের প্রতি চাপ অব্যাহত রেখেছে।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer