Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ক্ষতিকর স্কিনি জিনস, বড় ব্যাগ আর হাই হিল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫৩, ২০ মার্চ ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ক্ষতিকর স্কিনি জিনস, বড় ব্যাগ আর হাই হিল

ঢাকা : স্কিনি জিনস ভাল লাগে? বেজায় পছন্দ বড় ব্যাগ আর হাই হিল? সাবধান। গবেষণা বলছে, কপালে দুঃখ আছে।

ব্রিটিশ কায়রোপ্র্যাকটিক অ্যাসোসিয়েশনের গবেষকরা জানাচ্ছেন, স্কিন টাইট জিনস শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তা হাঁটু সহ নানা অঙ্গের স্বাধীন নড়াচড়ায় বাধা দেয়।

তাদের সমীক্ষা, ৭৩ শতাংশ মহিলার পিঠের ব্যথার মূল কারণ হল তাঁদের জামাকাপড়। এঁদের মধ্যে ২৮ শতাংশ মাত্র জানেন, পোশাকের কারণেই তাঁদের শারীরিক সমস্যা হচ্ছে। আবার ৩৩ শতাংশ পোশাকের এই ক্ষতিকর প্রভাবের বিষয়ে বিন্দুবিসর্গ জানেন না।

পাশাপাশি হাই হিল জুতোও অত্যন্ত ক্ষতিকারক বলে গবেষকরা জানিয়েছেন। অন্তত ২০ শতাংশ মহিলা হাই হিল পছন্দ করেন। কিন্তু গোড়ালির সঙ্গে এ ধরনের জুতোর কোনও সম্পর্ক না থাকায় পা ও পিঠের নীচের দিকে ব্যথা হওয়া অবশ্যম্ভাবী।

১০ শতাংশ মহিলা ভারী ভারী গয়না ভালবাসেন, গলায় পরেন আঁটো নেকলেস। এর ফলে তাঁদের ঘাড়ে চাপ বাড়তে থাকে, অঙ্গবিন্যাসের পক্ষে তা রীতিমত ক্ষতিকর। এমনকী ক্ষতি করতে পারে বেশি বড় ব্যাগও। শরীরের একদিকে ওই ব্যাগ ঝোলায় সেদিকে চাপ বাড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ।

অথচ, মহিলারা এই সব ফ্যাশনের সবথেকে বড় শিকার হলেও তাঁরা বেশিরভাগই এ ব্যাপারে অজ্ঞ বলে গবেষকরা জানিয়েছেন। এবিপিআনন্দ

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer