Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ক্লাস-পরীক্ষা বর্জন, অবরোধ অব্যাহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৪, ১১ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ক্লাস-পরীক্ষা বর্জন, অবরোধ অব্যাহত

ছবি: সংগৃহীত

ঢাকা : কোটা সংস্কারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবরোধ অব্যাহত রেখেছেন আন্দোলনকারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১১টা থেকে ফের আন্দোলন শুরুর কথা থাকলেও বুধবার সকাল ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন হলের শিক্ষার্থীরা এসে অবস্থান নেন। তারা কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের প্রতিবাদ জানান।

এ ছাড়া মঙ্গলবার রাতে আন্দোলনে অংশ নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ছাত্রী মোর্শেদা খানমের ওপর হামলার প্রতিবাদ জানান। তারা নির্যাতনকারী ওই হলের ছাত্রলীগ সভাপতি (বহিষ্কৃত) ইফফাত জাহান ইশার কঠোর শাস্তি দাবি করেন।

মঙ্গলবার রাত ৮টায় আন্দোলন স্থগিত করে পরদিন অর্থাৎ বুধবার সকাল ১১টায় পুনরায় কর্মসূচি শুরুর ঘোষণা দেয়া হয়। তবে মধ্যরাতে হঠাৎ উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer