Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ক্রিমিয়া ও সিরিয়া সংকট: জটিল হচ্ছে বিশ্ব পরিস্থিতি

জগলুল আহমেদ চৌধুরী

প্রকাশিত: ১৭:৪৭, ২৭ মার্চ ২০১৪

আপডেট: ২৩:০৭, ২৯ নভেম্বর ২০১৪

প্রিন্ট:

ক্রিমিয়া ও সিরিয়া সংকট: জটিল হচ্ছে বিশ্ব পরিস্থিতি

(বিশিষ্ট সাংবাদিক ও আন্তর্জাতিক বিষয়ের বিশ্লেষক জগলুল আহমেদ চৌধুরী শনিবার রাতে (২৯ নভেম্বর ২০১৪) রাজধানীর কাওরান বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বহুমাত্রিক.কম-এর পথচলার শুরু থেকে বিশেষায়িত এই গণমাধ্যেমর প্রতি আশীর্বাদ ছিলো তাঁর। তিনি আমাদের সাফল্য কামনা করেছিলেন, দিয়েছিলেন সহযোগিতাও। সিরিয়া ও ক্রিমিয়া সংকট নিয়ে জগলুল আহমেদ চৌধুরী লিখেছিলেন বহুমাত্রিক.কম-এর জন্য। হাতে লিখে বনানীর বাসায় ডেকে নিয়ে বহুমাত্রিক.কম-এর সম্পাদক আশরাফুল ইসলামের হাতে তুলে দিয়েছিলেন চমৎকার বিশ্লেষণ নির্ভর লেখাটি। আমরা তাঁর কাছে চিরঋণী হয়ে রইলাম। অনন্তলোকে শান্তিতে থাকুক তাঁর বিদেহী আত্মা। পাঠকদের জন্য ও নিহত সাংবাদিকের প্রতি গভীর শ্রদ্ধায় চলতি বছরের ২৭ মার্চ প্রকাশিত এই লেখাটি পুনঃপ্রকাশিত হলো।)

ঢাকা: বর্তমান ২০১৪ সনে আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে এবং ধারণা করা হচ্ছে এই অবস্থা এই বছরে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতাকে প্রচন্ড ভাবে বিঘ্নিত করে তুলতে পারে । পৃথিবীতে বিভিন্ন সমস্যা বিদ্যমান–জাতীয় এবং আন্তর্জাতিক এবং এটা প্রায় সবসময়ই বিভিন্ন অবয়বে বিরাজ করে ।

তবে এই সময়ে দুইটি বড় আন্তর্জাতিক সংকট বিশ্বের চালচিত্রকে অস্থির করে তুলেছে এই কারণে যে শক্তিধর দেশগুলি পরস্পর বিরোধী অবস্থানের কারণে এই সমস্যাগুলি জটিল থেকে জটিলতর হয়ে উঠছে ।

বলা বাহুল্য, ফলশ্রুতিতে উত্তেজনা ও উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছে আগামী দিনের সার্বিক রূপরেখা এবং চালচিত্র নিয়ে । এই উদ্বেগের মূল কারণ হল বৃহৎ শক্তিবর্গ তদের রাজনৈতিক সামরিক স্বার্থের জন্য এইসব সংকটে পরোক্ষ কিংবা প্রত্যক্ষ ভাবে জড়িয়ে পড়েছে । সে কারণে বৃহত্তর রাজনৈতিক ও সামরিক সংঘাতের সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে । এটা কারও কাম্য না হলে ও বর্তমান সময়ে এটাই রূঢ় বাস্তবতা ।

অনেকটা অপ্রত্যাশিতভাবেই একটি বড় বিশ্ব সংকটের উদ্ভব ঘটেছে অতি সাম্প্রতিককালে এবং এই সমস্যার গভীরতা এতোই বেশী যে আগামী দিনগুলিতে পৃথিবীকে এর দায় বহন করেই যেতে হবে । বলার অপেক্ষা রাখে না এটা হল গিয়ে বৃহত্তর ইউক্রেন সমস্যা এবং সংকটের আরও সুস্পষ্ট উপাদান হল ক্রিমিয়া যা কিনা ইউক্রেনের অংশ হলেও বর্তমানে রাশিয়ার “অংশ’’ হয়ে গিয়েছে।

অনস্বীকার্য ভাবে বিষয়টি এখন সারাবিশ্বের আলোচিত এবং উদ্বেগজনিত ইস্যু–যা কিনা পশ্চিমা বিশ্ব ও রাশিয়াকে সম্মুখ চ্যালেঞ্জে উপনীত করেছে । একই সাথে এটাও প্রতীয়মান হচ্ছে যে পূর্বের সেই Cold – War Era অর্থাৎ শীতল যুদ্ধের সময়টা যেন ফিরে এসেছে । দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সাথে সাবেক কম্যুনিষ্ট দেশ সোভিয়েত ইউনিয়নের স্নায়ু যুদ্ধের অবসান ঘটেছিল ১৯৯১ সনে  সেই শক্তিশালী সোভিয়েতের অবিশ্বাস্য বিলুপ্তির মাঝ দিয়ে ।

দীর্ঘদিন সেই শীতল যুদ্ধ পৃথিবীকে একটি উত্তেজনাকর পরিস্থিতির মাঝে বিচরণ করতে বাধ্য করেছিল । এটা ছিল একটি আদর্শ এবং ক্ষমতার প্রধান্যের সংঘাত । আমেরিকার নেতৃত্বে পশ্চিমা গণতান্ত্রিক বিশ্বের সাথে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক পৃথিবীর ক্ষমতার বলয়ের প্রতিফলন ঘটেছিল সেই শীতল যুদ্ধের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ।

এই প্রতিদ্বন্দ্বিতার কারনেই আবির্ভাব ঘটেছিল “ন্যাটো এবং ‘‘ওয়ারশো  পাক্ট” সামরিক জোটের এবং এদের প্রভাব ছিল  বিশ্বের পরিস্থিতিতে দারুণভাবে । NATO ছিলো পশ্চিমা বিশ্বের সামরিক জোট  যা কিনা এখন ও বিরাজ করছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ।

অন্যদিকে সেই WARSAW PACT  এর সদর দফতর পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে এবং বলার অপেক্ষা রাখে না যে  সোভিয়েত ইউনিয়নই ছিলো মূল শক্তি । কিন্তু সোভিয়েতের পতনের পর WARSAW PACT জোটও বিলুপ্ত হয়ে যায় এবং অবসান ঘটে বিশ্বের অন্যতম পরাশক্তি সোভিয়েতের । বিপর্যস্ত হয় মিত্র সমাজতান্ত্রিক দেশসমূহ, বিশেষ করে পূর্ব ইউরোপীয় দেশসমূহ।

এটা পৃথিবীর ক্ষমতার ভারসাম্যকে প্রচণ্ড ভাবে বিঘ্নিত করে এবং আমেরিকা হয়ে যায় একমাত্র পরাশক্তি। ফলশ্রুতিতে বিশ্বে ওয়াশিংটন ও মিত্রদের রাজনৈতিক-সামরিক দাপট বৃদ্ধি পায় কার্যকরি চ্যালেঞ্জের অভাবে ।
পরবর্তীতে সেই সোভিয়েতে ইউনিয়ন থেকে উদ্ভব  বেশ কয়েকটি স্বাধীন দেশের এবং এদের মধ্যে মূল অংশটি  নিয়ে বিরাজ করে রাশিয়ান ফেডারেশন–যা কিনা প্রকৃতপক্ষে ভৌগলিক ভাবে অনেকটায় পূর্বের সোভিয়েত । তবে রাশিয়ার গণতন্ত্রকে গ্রহণ করে শাসন ব্যবস্থা হিসেবে । বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পনের বছরের বেশী সময় যাবত–কখনো প্রেসিডেন্ট হয়ে আবার কখনো প্রধানমন্ত্রী হিসেবে । তবে মূল ক্ষমতা তার কাছেই সবসময় থেকেছে ।

রাশিয়ার অবশ্য পূর্বের সোভিয়েতের “পরশক্তির” স্বীকৃতি নেই যদিও রাশিয়া বিশ্বের একটি শক্তিধর দেশ হয়েই পরিচিতি আছে । পুতিন যদিও পশ্চিমা বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন, তিনি রাশিয়ার হৃত গৌরব ফিরিয়ে আনতে আগ্রহী  বলেই প্রতীয়মান হয়েছে । তিনি ধীরে ধীরে অনেক বিষয়েই আমেরিকা ও মিত্রদের বিরোধিতা করেছেন এবং সিরিয়া সংকটেও মস্কো পশ্চিমাদের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন ।

সিরিয়ার তিন বছরের বেশী সময়ব্যাপী গৃহযুদ্ধের সংকটে পশ্চিমা বিশ্ব বিদ্রোহীদের পক্ষে শক্ত নীতি নিলেও রাশিয়া আছে দৃঢ় ভাবে দেশটির প্রেসিডেন্ট বাশার-আল– আসাদের পক্ষে । সিরিয়া সংকটে রাশিয়ার সাথে অনেকটা সমর্থন দিচ্ছে চীন দামেস্কাস সরকারকে । শান্তি আলোচনা এ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এবং রক্তাক্ত এই সংকট চলমান হয়েছে । এই সমস্যা বিশ্বে ২০১৪ সনে আর ও বৃদ্ধি করবে বলেই আশংকা রয়েছে ।

তবে ইউক্রেন সমস্যা এবং এর ফলশ্রুতিতে ক্রিমিয়ার রাশিয়ায় সংযুক্তকরণ নূতন করে শীতল যুদ্ধের অবতারনা করেছে । যেভাবে অতি অল্পসময়ে এই সংকটের অবনতি ঘটেছে, তা অনেককেই বিস্মিত করেছে । কেননা ইউক্রেনকে কেন্দ্র করে প্রায় চার মাসব্যাপী সংকটে মস্কোর সাথে পশ্চিমা বিশ্বের সংকটের সৃষ্টি হচ্ছে প্রতীয়মান হলেও এই পর্যায়ে  যে পরিস্থিতি গড়াবে সেটা হয়ত কেউই সেভাবে ভাবতে পারেননি ।
রাশিয়ায় সৈন্যরা ক্রিমিয়ায় ইউক্রেনের সামরিক ঘাঁটিগুলি দখল করে নিয়েছে এবং কোনো কোনো ক্ষেত্র্যে ইউক্রেনের সৈন্যদের জোর করেই ক্রিমিয়া থেকে বিতাড়িত করেছে। আবশ্য অনেক সৈন্যরা রাশিয়ার সাথেই যোগ দিয়েছে । এই পরিস্থিতিতে বেশ কঠিন অবস্থায় পড়েছে “কিয়েভ” সরকার  এবং সমর্থক পশ্চিমা দেশগুলি কার্যকরী ভাবে তেমন কিছুই করতে পারছে না ।

প্রেসিডেন্ট ওবামা এবং তার মিত্র দেশগুলোর নেতৃবৃন্দরা ধনী দেশের ‘‘জি-৮’’  শীর্ষ সম্মেলন থেকে বাদ দিলেও মস্কো এই ব্যাপারে বিচলিত নয় বলেই মনে হচ্ছে। তবে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও অন্যান্য নিষেধাজ্ঞায় রাশিয়া কতদূর নমনীয় হবে সেটা দেখার বিষয় । কিন্তু একটি ব্যাপার স্পষ্ট। ক্রিমিয়াকে আর সহজে হাতছাড়া করবে না রাশিয়া ।

পুতিন বলেছেন, এটা রাশিয়ার অংশ এক সময়ে ছিল এবং তিনি শুধুমাত্র ভুল সংশোধন করেছেন । যে কোনো কিছুর বিনিময়েই মস্কো ক্রিমিয়াকে ধরে রাখবে।  আবার হুমকি-ধমকি সত্ত্বেও পশ্চিমা বিশ্বের পক্ষে সম্ভব হবে না রাশিয়ার সাথে সামরিক ভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ার । তবে, সেই অবস্থা পুরোপুরিভাবে উড়িয়ে দেওয়া যায় না । “সিরিয়া ও ক্রিমিয়া” সংকট বড়ভাবেই আগামী বিশ্বে উত্তেজনা ছড়াবে মনে করা যেতে পারে ।

জগলুল আহমেদ চৌধুরী: সিনিয়র সাংবাদিক ও আন্তর্জাতিক বিষয়ের বিশ্লেষক

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer